Elon Musk ট্যুইটারের ক্ষমতা নিয়েই \'তাড়ালেন\' পরাগকে

2022-10-28 2

ট্যুইটারের পুরো দায়িত্ব এবং ক্ষমতা এবার নিজের হস্তক্ষত করলেন ইলন মাস্ক। ট্যুইটার স্বস্ত নিজের হাতে নিয়ে চাকরি থেকে বরখাস্ত করলেন পরাগ অগরওয়ালকে। ট্যুইটারের সমস্থ ক্ষমতা নিজের হাতে নেওয়ার পরপরই ভারতীয় বংশোদ্ভুদ পরাগ অগরওয়াল এবং সংস্থার পদস্থ কর্মী বিজয়া গাড্ডেকে গদিচ্যুত করেন বলে খবর।